মেহেরপুরে ৩ ইটভাটাকে দেড়লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মৌসুমী খানম

লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত ও বিপণনের দায়ে মেহেরপুরের গাংনী উপজেলায় তিনটি ভাটাকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী খানম।

ভাটাগুলো হলো- গাংনীর পোড়াপাড়ার আরএসবিসি, ফাইভ স্টার ও মোয়াজ ব্রিক্স।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম বলেন, চলতি মৌসুমে বেশ কয়েকটি ইটভাটার মালিক অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও বিপণন করে আসছে যা আইনের পরিপন্থি। অভিযান চালিয়ে তিন ইটভাটাকে ৫০ হাজার করে মোট দেড়লাখ টাকা জরিমানা করা হয়।

আসিফ ইকবাল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।