সোনারগাঁয়ে কলেজ অধ্যক্ষকে হত্যার হুমকি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ গঙ্গবাসি ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়ার পরিবারকে দেখে নেওয়া ও তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ সর্বহারা প্রধান পরিচয়ে মোবাইল ফোনে এ হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় বিকেলে ওই অধ্যক্ষ সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে অধ্যক্ষ উল্লেখ করেন, তিনি প্রতিষ্ঠানটিতে প্রায় ২৯ বছর ধরে কর্মরত। সোমবার দুপুরে কলেজে দাপ্তরিক কাজ করার সময় একটি নম্বর থেকে তার মোবাইলে একটি কল আসে। ফোনে শ্যামল কুমার বিশ্বাস নামের একজন সর্বহারা গ্রুপের নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে রয়েছেন বলে পরিচয় দেন।

ফোনে শ্যামল কুমার বলেন, ‘আমি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকি। আমার দলের কিছু ছেলে জেলে আছে। তাদের জেল থেকে বের করতে কিছু টাকা লাগবে। সেই টাকা আপনি আমাকে দেবেন।;

অধ্যক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তাকে ও তার পরিবারের সদস্যদের দেখে নেবেন ও মেরে ফেলবেন বলে হুমকি দেন ওই ব্যক্তি।

এ বিষয়ে সোনারগাঁ গঙ্গবাসি ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতান মিয়া বলেন, ‘আমি সর্বহারার নাম শুনে লাউড
স্পিকার অন করে কথা বলি। তখন আমার সামনে কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোর্তুজা, নুরুল হক ও মিজানুর রহমান নামের একজন প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। পরে প্রাক্তন ছাত্র সর্বহারা গ্রুপের প্রধানের মোবাইলে বলা শেষের দিকে কিছু কথা রেকর্ড করে। বর্তমানে ওই রেকর্ড আমার কাছে সংরক্ষিত রয়েছে ও থানায় জমা দিয়েছি।’

পরে ওই নম্বরে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।