মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে কোনো আপস নয়: শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৮ ডিসেম্বর ২০২২
শামীম ওসমান

মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে কোনো আপস করা উচিত না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, কোন দেশের জন্য আমরা যুদ্ধ করলাম? পৃথিবীতে মনে হয় একটা রাষ্ট্র আছে বাংলাদেশ; যেখানে স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা একাত্তরে ডাইরেক্টলি বাংলাদেশের বিরোধিতা করেছে, তারা এখনো রাজনীতি করে এবং তারা ক্ষমতায় ছিল, কত লজ্জা আমাদের জন্য। ছি! কত লজ্জা!

তিনি বলেন, কোন বাড়িতে সুন্দরি মেয়ে ছিল পাকবাহিনী জানার কথা ছিল না। তাদের দেখিয়েছে রাজাকার, আল-বদর, আল-শামসরা। তারা এখনো কথা বলে তখনো কথা বলেছিল উনারা মন্ত্রীও হয়েছে। এদের মধ্যে অনেকে আবার মুক্তিযুদ্ধের পক্ষেও ছিল, যারা তাদের প্রতিষ্ঠিত করেছে। খন্দকার মোশতাককে আমি মুক্তিযোদ্ধা বলবো? তাহলে তো মুক্তিযোদ্ধাই থাকে না। যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল সবাই মুক্তিযুদ্ধের পক্ষে গিয়েছিল? আমার তো মনে হয় না।

নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য বলেন, সত্যই সুন্দর, সুন্দরই সত্য। যদি তাই হয়েই থাকে তাহলে অন্ততপক্ষে মুক্তিযোদ্ধাদের লিস্টের বিষয়ে কোনো আপস করা উচিত না। যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের নাম বাদ দিয়ে যখন অন্য কোনো নাম আমি দেখি তখন ওই পরিবারের সন্তান হিসেবে আমার ভালো লাগে না। নারায়ণগঞ্জে অনেককেই মুক্তিযোদ্ধা বলা হচ্ছে কিন্তু তারা মুক্তিযোদ্ধা ছিলেন না, এটাই সত্য। আমার মনে হয়, তাদের নিজ থেকেই নিজেদের নাম সরিয়ে নেওয়া উচিত। এতে তাদের সম্মান বাড়বে, কমবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি আসিফ হাসান মাহমুদ ও সহ-সভাপতি ফয়েজউদ্দিন আহমদ লাভলু প্রমুখ।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।