ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে সেতু, দুর্ভোগে এলাকাবাসী

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:০৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২২

দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভারগাঁও কবরস্থান সংলগ্ন সেতুটি। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন ঐ গ্রামের হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে চলাচল করছে রিকশা, ভ্যানগাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপসহ শত শত যানবাহন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সেখানে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, ভারগাঁও কবরস্থান সংলগ্ন মাত্র ছয় ফুটের প্রশস্ত এই সেতুটি ৩০ বছরেরও পুরনো। দীর্ঘ এই সময়ে সেতুটির কখনো সংস্কার কাজ করা হয়নি। সংস্কারের অভাবে সেতুর দুই পাশের রেলিংগুলো ভেঙে গেছে। এটি দিয়ে ছয়টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় এলাকাবাসী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সেতুটি দিয়ে চলাচল করছেন। যেকোনো সময় সেতুটি ভেঙ্গে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

Siddhirganj-news.jpg

রাকিবুল হাসান নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, সেতুটির বেহাল অবস্থার কারণে আমরা মালামাল ঠিক সময়ে আনা নেওয়া করতে পারি না। পাশাপাশি এ সেতু দিয়ে বড় কোনো গাড়ি চলাচল করতে পারে না। এর ফলে ভারি মালামাল আনতে হলে আমাদের বরাবো মৈকুলী এলাকায় দিয়ে আনতে হয়। যা আমাদের জন্য অনেকটা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। এর ফলে আমাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।

কামাল পাটোয়ারী নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরেই এই সেতুটি বেহাল অবস্থায় পড়ে আছে। সেতুটির সংস্কার কাজ না করায় দুপাশের সংযোগ সড়কও নির্মাণ হচ্ছে না। একই সঙ্গে এখানে ঘটা দুর্ঘটনা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যেকোনো সময় সেতুটি ভেঙ্গে গিয়ে বড় কোনো দুর্ঘটনার ঘটতে পারে। এছাড়া জরুরি প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। তাই কর্তৃপক্ষের কাছে শিগগিরই সেতুটির কাজ শুরু করার জোর দাবি জানাচ্ছি।

অটোরিকশাচালক সালেহ আহমেদ বলেন, এখানে অটো নিয়ে চলাচল করার সময় আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে। সেতুর দুপাশে কোনো র্যালিং না থাকায় গাড়ি হেলে গিয়ে পানিতে পড়ে যাবার আশঙ্কা থাকে। ফলে এখান দিয়ে চলাচল করতে যাত্রী ও আমাদের অনেক দুর্ভোগের শিকার হতে হয়। সেতুটির সংস্কার করা হলে আমরা স্বস্তিতে চলাচল করতে পারবো।

Siddhirganj-news.jpg

৩ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, দীর্ঘদিন ধরেই এ সেতুটি খারাপ অবস্থায় রয়েছে। সেতুটির টেন্ডার হয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি সেতুটির কাজ শুরু হবে।

সাদীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশীদ মোল্লা বলেন, আমরা এ সেতুটির সংস্কার কাজ করার জন্য সোনারগাঁ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) জানিয়েছি। এখনো সেতুটির কাজ কেন শুরু করেনি তা আমার জানা নেই।

এ বিষয়ে জানতে সোনারগাঁ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আরজুরুল হককে একাধিকবার ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।