যশোরে নকল বিড়ি বন্ধের দাবিতে কাস্টমস অফিস ঘেরাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

রাজস্ব ফাঁকি দেওয়া নকল বিড়ি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও করেছে যশোর জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। রোববার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকদের অন্যান্য দাবি গুলো- বিড়ি শিল্পকে শুল্ক মুক্ত করে শ্রমিককের মজুরি বৃদ্ধি করা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আগ্রাসন বন্ধ করা, সিগারেটের ন্যায় বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ করা এবং বহুজাতিক কোম্পানির সিগারেটের মূল্যবৃদ্ধি করা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি এম কে বাঙালি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কমদামে অবৈধ বিড়ি বিক্রি করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প মালিকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির ষড়যন্ত্রে দেশিয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের আগ্রাসন বন্ধ করে প্রাচীন বিড়ি শিল্প রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে বহুজাতিক কোম্পানির সিগারেটের মূল্য বৃদ্ধি এবং সিগারেটের ন্যায় বিড়িতেও অগ্রিম আয়কর তিন শতাংশ করতে হবে।

মানববন্ধনে শ্রমিকদের হাতে হাতে ‘নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্ধ করা করতে হবে, দেশ থেকে বহুজাতিক বেনিয়া হটাও বিড়ি শ্রমিক বাঁচাও, অসাধু দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তার বিচার চাই বিচার চাই, বিড়ির শুল্ক কমলে নকল বিড়ি বন্ধ হবে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ফুসফুস পড়ায় এদেশে টাকা পাচার করে বিদেশসহ বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।