ছবি দেখেই ধানের রোগ চিহ্নিত করবে মোবাইল অ্যাপ ‘রাইস সল্যুশন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) প্রথমবারের মতো ধানক্ষেত থেকেই আক্রান্ত ধান গাছের ছবি অ্যাপে পাঠানোর মাধ্যমে রোগবালাই চিহ্নিতকরণের লক্ষ্যে ‘রাইস সল্যুশন’ নামে মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। এটি একটি সেন্সরভিত্তিক ধানের বালাই ব্যবস্থাপনা।

শনিবার (৩১ ডিসেম্বর) কৃষিমন্ত্রী ব্রিতে ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এ মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। এসময় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর উপস্থিত ছিলেন।

আইসিটি বিভাগের ‘মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ওয়ান আইসিটি নামে সফটওয়্যার কোম্পানির সহায়তায় ও ব্রির আইসিটি সেলের তত্ত্বাবধানে গবেষক ও কৃষকবান্ধব মোবাইল অ্যাপটি তৈরি করা হয়েছে।

jagonews24

কর্মশালায় জানানো হয়, রোগবালাই ও পোকামাকড় সংক্রান্ত যেকোনো সমস্যার ছবি বা তথ্য ইনপুট দেওয়া হলে স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা রোগ বা পোকামাকড়ের সমস্যা নির্ণয় করে ব্যবস্থাপনামূলক পরামর্শ দেবে অ্যাপটি। ফলে কৃষক পর্যায়ে অ্যাপটির মাধ্যমে সেবাপ্রাপ্তিতে সময়, খরচ ও যাতায়াত সাশ্রয়সহ মাঠের সমস্যা মাঠেই সমাধান হবে। মূলত চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও সেন্সর প্রযুক্তি ব্যবহার করে আপটি তৈরি করা হয়েছে। এরইমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগ ও পোকামাকড়ের ছবি পেয়ে অ্যাপের মাধ্যমে আক্রান্ত ধান গাছের রোগবালাই ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শমূলক সেবা দেওয়া হয়েছে।

কর্মশালায় আরও জানানো হয়, দেশে পোকামাকড়ের আক্রমণসহ বিভিন্ন কারণে মোট ফসলের ১০-১৮ শতাংশ উৎপাদন পর্যায়ে নষ্ট হয়ে যাচ্ছে। সেইসঙ্গে কৃষকের সঠিক জ্ঞান না থাকায় মাঠপর্যায়ে আধুনিক ধান চাষে রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার অপ্রতুলতা ও ফিডব্যাক ব্যবস্থা না থাকার কারণে কৃষক কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্রির সব আঞ্চলিক কার্যালয়সহ দেশের বিভিন্ন এলাকার ছবি এই অ্যাপে নিয়মিত সংযোজন হওয়ার কারণে এলাকাভিত্তিক ধানের ক্ষেত্রে কোন এলাকায় কোন পোকামাকড় বা রোগের প্রাদুর্ভাব বেশি সে অনুযায়ী তা বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রমে সহায়তা দেওয়ার পাশাপাশি অ্যাপটি নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে সহায়ক টুলস হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

ব্রিতে একই প্রকল্পের আওতায় দেশব্যাপী এলাকাভিত্তিক উপযুক্ত ধানের জাত নিরূপণে ‘রাইস প্রোফাইল’ নামে মোবাইল অ্যাপটিও শিগগির মাঠপর্যায়ে ব্যবহারের জন্য উদ্বোধনের অপেক্ষায় আছে।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।