কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০২ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার নাম মো. নেহাল উদ্দিন (৬৫)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর এলাকার মৃত কানু মিয়ার ছেলে। ওই কারাগারে তার হাজতি নং- ১৯৩৩/২২।

কারাগার সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ১১টার দিকে ওই কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন নেহাল উদ্দিন। এ সময় তাকে কারা হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে নেহাল উদ্দিন মারা যান।

তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রয়েছে। তিনি ওই মামলায় ২০২২ সালের ১১ নভেম্বর থেকে এ কারাগারে বন্দি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিরুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।