আওয়ামী লীগের রঙিন খোয়াব কোনোদিন পূরণ হবে না: ড. আসাদুজ্জামান
আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার রঙিন খোয়াব দেখছে। কিন্তু এ খোয়াব কোনো দিন পূরণ হবে না মন্তব্য করেছেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রদল আয়োজিত ছাত্র-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের লালদিঘিস্থ দলীয় কার্যালয়ের সামনে যুবদলের আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, আজকে দেশে আইনের শাসনের পরিবর্তে জুলুমের শাসন চলছে। জুলুমবাজ সরকারের কথায় বন্দুক ওঠা নামা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের বিশেষ বাহিনীতে পরিণত হয়েছে। বিচার বিভাগ পুরোপুরিভাবে সরকার নিয়ন্ত্রিত মানুষের ন্যায় বিচার প্রাপ্তির ন্যূনতম নিশ্চয়তা নেই।
জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমানের সাগরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, যুগ্ম-সম্পাদক সোহানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
মিলন রহমান/এসজে/এমএস