ছোট ভাইয়ের মরা মুখ দেখে ঢলে পড়লেন বড় ভাই, পরে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩
বড় ভাই জামাল শেখ ও ছোট ভাই জালাল উদ্দিন

গাজীপুরের শ্রীপুরে ছোট ভাইয়ের জানাজা পড়তে এসে মারা গেছেন বড় ভাইও। এমন মৃত্যুতে শোক নেমে এসেছে পরিবারসহ স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

ছোট ভাই জালাল উদ্দিন (৬৫) মুন্সিগঞ্জের লৌহজং থানার কলমা গ্রামের সুলতান শেখের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন। বড় ভাই জামাল শেখ (৭০) দীর্ঘদিন পুরান ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।

তাদের স্বজন শওকত আলী জানান, জালাল উদ্দিন মুন্সিগঞ্জ থেকে এসে কয়েক যুগ ধরে মাওনা চৌরাস্তায় এসে ইলেকট্রনিক্স ব্যবসা শুরু করেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাওনা চৌরাস্তায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শওকত আলী আরও জানান, ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে রাতেই মুন্সিগঞ্জের লৌহজং থেকে রওনা হন বড় ভাই জামাল শেখ। রাতে তিনি ঢাকায় অবস্থান করে সকাল সাড়ে ১০টায় শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছোট ভাইয়ের বাড়িতে যান। ছোট ভাইয়ের মুখ দেখা মাত্রই তিনি মাটিতে ঢলে পড়েন। তাকে আল হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের ধারণা দুই ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।