৯ দিন ধরে নিখোঁজ দুই মাদরাসাছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৩

নাটোরের বড়াইগ্রামে শওকত আলী (১১) ও ইয়াছিন আলী রনি (১০) নামের দুই মাদরাসাছাত্র ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শওকত আলী উপজেলার জোনাইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের সোহেল রানা ছেলে এবং ইয়াছিন আলী রনি একই গ্রামের মকলেস শেখের ছেলে। তারা দুজনেই চামটা দিয়ারপাড়া হাফেজিয়া মাদরাসার ছাত্র।

নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনরা জানান, ৩০ ডিসেম্বর ছুটি শেষে তারা মাদরাসায় যাবার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও তারা মাদরাসায় না পৌঁছালে শিক্ষকরা বাড়িতে খবর পাঠান। পরে স্বজনসহ সম্ভাব্য সব খানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান মেলেনি। পরে থানায় সাধারণ ডায়েরি করাসহ র্যাব ক্যাম্পে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, পুলিশ তাদের উদ্ধারে তৎপর রয়েছে। এছাড়া দেশের সব থানায় নিখোঁজের ব্যাপারে তথ্য পাঠানো হয়েছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।