দুর্ঘটনায় পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু

বিমা দাবির ১০ লাখ টাকা পরিশোধ করলো জেনিথ লাইফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) লাইনম্যান গ্রেড- ১, মদন কুমারের দুর্ঘটনা জনিত মৃত্যুতে ১০ লাখ টাকা গ্রুপ বিমা দাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ।

জেনিথ লাইফের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চেক হস্তান্তর করা হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্লান্ট হিসাব রক্ষক মো. রবিউল হাসান তালুদার জেনিথ লাইফের প্রধান কার্যালয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (উ.) সৈয়দ মাশকুরুল হকের কাছ থেকে চেকটি গ্রহণ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেম জেনিথ লাইফের প্রধান কার্যালয়ের জিএম (উ.) মোহাম্মদ আলাউদ্দিন, রাজশাহী বিভাগীয় অফিস প্রধান ডিজিএম (উ.) মো. ইদ্রিশ আলী প্রমুখ।

এমএএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।