গাউছিয়া-কাঞ্চন ব্রিজ সড়কে ৯ কিলোমিটার যানজট

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া-কুড়িল বিশ্বরোড সড়কের গাউছিয়া থেকে কাঞ্চন ব্রিজের টোলপ্লাজা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে এবং বাণিজ্যমেলায় বের হওয়া যাত্রীরা।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এমন চিত্র দৃশ্য চোখে পড়ে। সরেজমিনে দেখা যায়, তীব্র যানজটের কারণে অনেকে হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন।

ওই সড়কে নিয়মিত যাতায়াত করা আব্দুল কাইয়ুম নামে এক ট্রাকচালক বলেন, এই সড়কে যানজটে থাকা আমাদের জন্য নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। তবে আজ গত কয়েকদিনের তুলনায় সড়কে প্রচুর যানজট তৈরি হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে রূপগঞ্জের নলপাথর এলাকায় আছি। অথচ এখান থেকে কাঞ্চন ব্রিজ পার হতে সর্বোচ্চ ২০ থেকে ২৫ মিনিট লাগে।

আরও পড়ুন: সন্ধ্যা নামতেই বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের ঢল

দিনেশ চন্দ্র পাল নামে এক বাস যাত্রী বলেন, পাঁচ বছরের শিশুকে নিয়ে মহাখালী হাসপাতালে যাওয়ার জন্য বাসে উঠেছি। কিন্তু দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কালাদি বড়বাড়ি এলাকা পার হতে পারিনি। কখন কাঞ্চন ব্রিজ পার হবো, আর কখন হাসপাতালে যেতে পারবো বুঝতে পারছি না। এদিকে, তীব্র যানজটের কারণে বাচ্চাটা খুব কান্নাকাটি করছে।

বন্ধু-বান্ধবদের নিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছেন একদল তরুণ-তরুণী। কথা হলে তাদের একজন বলেন, জ্যামের কারণে পায়ে হেঁটেই কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছি। কিছুটা কষ্ট হলেও মেলায় সন্ধ্যার আগেই যাওয়ার জন্য এছাড়া আর কোনো উপায় দেখছি না।

আরও পড়ুন: বাণিজ্যমেলায় ঘোরাঘুরির ফাঁকে টিকটক-সেলফির হিড়িক

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অ্যাডমিন এম এ করিম বলেন, কাঞ্চন ব্রিজের টোলপ্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার কারণে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক বেশি। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুত যানজট কমে যাবে।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।