পাঁচ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ১৩ বছর
ময়মনসিংহের ফুলপুরে একটি হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। পাঁচ বছরের সাজা এড়াতে গত ১৩ বছর ধরে পালিয়ে ছিলেন সাইফুল।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রহিমগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলাম একই উপজেলার মাটিচাপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০০২ সালে কল্পনা আক্তারকে হত্যার অভিযোগে সাইফুল ইসলামের নামে হত্যা মামলা হয়। ওই মামলায় ২০০৯ সালে সাইফুল ইসলামকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে সাইফুল ইসলাম পরিচয় গোপন করে দেশের বিভিন্ন জেলা এমনকি সৌদি আরবেও পলাতক ছিলেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তিনি ফুলপুরে আসেন। এমন খবর পেয়ে সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিত করি। পরে অভিযান চালিয়ে উপজেলার রহিমগঞ্জে তার আত্মীয়বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলামকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মঞ্জুরুল ইসলাম/কেএসআর