ঘন কুয়াশায় রবিশস্যের ক্ষতির শঙ্কা

ঝালকাঠির মাঠজুড়ে চলছে রবিশস্যের আবাদ। সরিষা, টমেটো, শিম, লাউ, শালগম, বাঁধাকপি, আলু থেকে শুরু করে একাধিক রবি ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেক ফসল ঘরে তোলার সময়ও হয়েছে।
কিন্তু গত দুই সপ্তাহ ধরে টানা কুয়াশায় অনেক ফসলেই বেড়েছে রোগ-বালাইয়ের আক্রমণ। এ কুয়াশা দীর্ঘস্থায়ী হলে রবিশস্যের ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কৃষিবিভাগ।
কৃষি তথ্য সূত্র জানায়, কুয়াশার কারণে ধানের চারা হলদে হয়ে যেতে পারে। সরিষায় বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বেড়ে যেতে পারে। আলুর পাতায় মড়ক লাগার আশঙ্কা আছে। সাধারণত এসময় আম গাছে মুকুল আসে। তাই ভালো ফলন পেতে এসয় বাড়তি যত্ন নিতে হবে। এসব বিষয়ে সমাধান পেতে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করে সমাধান নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষক শাখাওয়াত হোসেন বলেন, ঘন কুয়াশায় সবজিতে ছিটপড়া (দাগ) রোগ দেখা দেয়। এতে ফসলের মান নষ্ট হয়। এছাড়া দীর্ঘদিন কুয়াশা অব্যাহত থাকলে ফসলে পচন ধরে।
ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রিয়াজুল্লাহ বাহাদুর বলেন, এই সময়টা শাকসবজি ও আমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘন কুয়াশার কারণে বিভিন্ন রোগ-বালাইয়ের আক্রমণসহ নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এভাবে বেশিদিন ঘন কুয়াশা থাকলে রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেসব ফসল সংগ্রহের সময় হয়ে গেছে সেসব ফসলের ক্ষতি বেশি হবে।
আরও পড়ুন: ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর
তিনি বলেন, রবি ফসলের ভালো ফলন পেতে মাঠে থাকা শাক-সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, ওলকপি, শালগম, গাজর, শিম, লাউ, কুমড়া, মটরশুঁটি এসবের নিয়মিত যত্ন নিতে হবে। ঘন কুয়াশার কারণে টমেটো ও আলুর মতো ফসলে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেড়ে যায়। ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ মথ ধরে সহজে এ পোকা নিয়ন্ত্রণ করা যায়। এক্ষেত্রে প্রতি বিঘা জমির জন্য ১৫টি ফাঁদ স্থাপন করতে হবে। ক্ষেতে পতঙ্গভুক পাখি বসার ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: হিমেল হাওয়া-ঘন কুয়াশায় কাবু লালমনিরহাটবাসী
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনরিুল ইসলাম বলেন, ঝালকাঠিতে এবার ২২ হাজার ১৬ হেক্টর জমিতে রবি শস্যের আবাদ হয়েছে। জেলার কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার সার-বীজ ও নিয়মিত কৃষি বিভাগের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের পরিশ্রমের কারণে ভালো ফসল হয়েছে। এই ঘন কুয়াশা দীর্ঘ সময় থাকলে রবি শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, কয়েকদিনের কুয়াশার পরে এখন রোদ উঠতে শুরু করেছে। আবহাওয়া যদি স্বাভাবিক থাকে আর কুয়াশা তেমন না আসে তাহলে স্বল্প সময়ে ক্ষতির আশঙ্কা নেই।
আতিকুর রহমান/এমআরআর/জিকেএস