৮ শতাধিক মানুষকে শীতবস্ত্র-বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের অসহায় ও দরিদ্র আট শতাধিক মানুষকে মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে বিজিবি।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের আয়োজনে সীমান্তবর্তী এলাকার পাঁচ শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া তিন শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।

কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাহিদ হোসেন।
এসময় বিজিবি অধিনায়ক বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যে কোনো সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক কাজ করেছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

চিকিৎসা সেবা দেন ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফুয়াদ কবির।
শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্পে এসময় আরও উপস্থিত ছিলেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহেদ আহমেদ, সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সোহান মাহমুদ/এসআর/জিকেএস