পারিবারিক কলহ মেটাতে গিয়ে প্রাণ গেলো আবুলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:০১ পিএম, ১২ জানুয়ারি ২০২৩
নিহত আবুল হোসেনের বাড়িতে স্বজনদের আহাজারি

টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জের ধরে আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌলী উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

স্থানীয়রা জানান, বুধবার রাতে বাবুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে বাবুলের শ্বশুর আব্দুল বারেক, শাশুড়ি আনোয়ারা বেগম ও মামা শ্বশুর আফসার বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের বাড়িতে আসেন।

এ সময় বাবুল ঘরে বসে খাবার খাচ্ছিলেন। পেছন থেকে শাশুড়ি আনোয়ারা বেগম তাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। বাবুলের চিৎকারে তার চাচাতো ভাই আবুল হোসেন এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে আঘাত করেন অনোয়ারা। এতে আবুল মাটিতে লুটিয়ে পড়েন। উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শুকুমার ঘোষ জাগো নিউজকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে মারামারি হয়। এতে আবুল হোসেন এগিয়ে গেলে তিনিও আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: কবরস্থানে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।