শীতবস্ত্র নিয়ে বেদে সম্প্রদায়ের পাশে ‘উত্তরণ ফাউন্ডেশন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জে ও বারোবাজারে সমাজের পিছিয়ে পড়া অসহায় বেদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান, পুলিশের অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় কালীগঞ্জ রেলগেট কাশিপুর বেদে পল্লীতে ৪০০ ও বারোবাজার বাদেডিহি মদিনাপাড়াতে ৩০০ জন নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা।

jagonews24

এসময় আরও উপস্থিত ছিলেন বেদে সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. হাবিবুর রহমানসহ সাংবাদিকরা।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আব্দুর রহিম মোল্লা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেই ‘উত্তরণ ফাউন্ডেশন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনটি এমন মানবিক কাজ করছে। পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান স্যার একজন মানবিক পুলিশ কর্মকর্তা। তার সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনটি সারাদেশের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। এমন মহৎ কাজের জন্য তিনি ও বেদে সম্প্রদায়ের মানুষেরা স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।