শরীয়তপুরে ব্যারিস্টার সুমন
দেশের মানুষের মনে প্রেম আছে, প্রেমের জায়গায় আসেন
সুপ্রিম কোর্টের আইনজীবী ও আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘যারা দুর্নীতি করে তাদের বলবো কানাডায় সেকেন্ড হোম না বানিয়ে বাংলাদেশে একটা বাড়ি বানান। এখানে খুব ভালো থাকবেন। দেশের মানুষের মনে প্রেম আছে, প্রেমের জায়গায় আসেন।’
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে শরীয়তপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার সুমন বলেন, গিয়েছিলাম কানাডা, গিয়ে দেখি সব দুর্নীতিবাজ, টাউট-বাটপাররা বাড়ি বানিয়েছে।
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূল পরিবার থেকে উঠে এসে আমি আজ ব্যারিস্টার। আমার জায়গা থেকে আমি যদি উঠে আসতে পারি, আপনারা কেন পারবেন না।
আরও পড়ুন: পালং-জাজিরার কাছে হেরে গেলো ব্যারিস্টার সুমন একাদশ
তিনি বলেন, আপনারা একটু পড়াশোনা করেন একটু খেলাধুলা করেন। পরের ছেলের প্রতি আর কত আদর আর ভালোবাসা দেখাবেন। নিজের ছেলেটাকে তৈরি করা শেখান। নিজের ছেলে ফুটবল ও ক্রিকেট ভালো খেললে ভালো লাগে।
তিনি বলেন, আমি চাচ্ছি আমাদের ফুটবল যেন হারিয়ে না যায়। দেখেন ব্রাজিল-আর্জেন্টিনার জন্য আমরা যেভাবে পাগল হয়েছি। আমার কাছে মনে হচ্ছে আমাদের ছেলেরা যদি বিশ্বকাপে যেত তাহলে মনে হয় পুরো বাংলাদেশ পাগল হয়ে যেত। আমাদের কিছু লোকের দুই নম্বরির কারণে ফুটবলকে আমরা এগিয়ে নিতে পারি না। চেষ্টা করলে এমন কিছু নাই যে পারা যায় না। আমি ভারতের ত্রিপুরাতে টিম নিয়ে খেলতে গিয়েছিলাম। আমি বলেছিলাম আমরা বঙ্গবন্ধুর উত্তরাধিকার। বঙ্গবন্ধু আদর্শের নেতা ছিলেন। আমরা তাকে দেখিনি, তবে এই শরীরের মধ্যে তার আদর্শ আছে। আমি তাদের বলেছিলাম- ১৯৭১ সালে আমাদের যেভাবে সহযোগিতা করেছিলেন যদি সুযোগ পাই এটা আমরা শোধ দেওয়ার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, আমিতো পাঁচ ফিট আট ইঞ্চি। আমার শরীরের চেয়ে কলিজা বড়। শরীয়তপুর এসে যা দেখলাম তাতে মনে হলো আপনাদের কলিজাও অনেক বড়। আমি আপনাদের ভালোবাসার কাছে হেরে গেছি। আমি হেরেছি বা আপনারা জিতেছেন এটার জন্য আমি আসি নাই। আমি ততদিন পর্যন্ত মাঠে থাকবো, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর সোনার বাংলায় একটি সোনার ফুটবল টিম না হবে।
প্রীতি ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এছাড়া জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার মো. সাইফুল হক, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. ছগির হোসেন/এএইচ/এএসএম/এমকেআর