স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের বিকল্প নেই: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সুষ্ঠু বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে এসব উন্নয়ন কাজের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে মতবিনিময় সভায় তিনি কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন কর্মকাণ্ড বানচাল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় তাদের এই অপতৎপরতা রুখতে হবে। এজন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে সজাগ থাকতে হবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন।

আরিফ উর রহমান টগর/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।