এক সপ্তাহ ধরে সুগন্ধার ডুবোচরে আটকা লঞ্চ

এক সপ্তাহ ধরে ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় এলাকায় সুগন্ধা নদীর তীরে ডুবোচরে আটকে আছে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী লঞ্চ এমভি অথৈ-২।
নদীতে পানি কম থাকায় এটি উদ্ধার করা যাচ্ছে না বলে জানিয়েছেন লঞ্চের সুপারভাইজার সাইদুল ইসলাম।
রোববার (৮ জানুয়ারি) ঢাকা টু বরগুনাগামী নিয়মিত লঞ্চ পূবালী-১ যান্ত্রিক ত্রুটির কারণে তাদের নির্ধারিত ট্রিপ বাতিল করলে সেখানে প্রক্সি ট্রিপ দিতে আসে এমভি অথৈ-২। তবে ঘনকুয়াশা ও নতুন রুটে চলার অভিজ্ঞতা না থাকায় দুই শতাধিক যাত্রীসহ রাতেই লঞ্চটি ডুবোচরে আটকে যায়।
আরও পড়ুন: এক বছরেও নির্মাণ হয়নি ঝালকাঠির নৌ পুলিশ-ফায়ার স্টেশন
লঞ্চের সুপারভাইজার সাইদুল ইসলাম বলেন, আমাদের কর্তৃপক্ষ লঞ্চটি উদ্ধারের চেষ্টা করছেন তবে পানি কম থাকায় সেটা সম্ভব হচ্ছে না। তাই সামনে পূর্ণ জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে আমাদের এখানে ৩০ জন স্টাফ রয়েছেন। আমরা স্থানীয় বাজার থেকে আমাদের নিজেদের খাবার সংগ্রহ করছি। লঞ্চ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি।
আরও পড়ুন: ভেঙে ফেলা হচ্ছে এরশাদ শিকদারের বিলাসবহুল ‘স্বর্ণকমল’
স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবী মাসুদ আহমেদ বলেন, নদীর এই দিকটায় বর্তমানে অসংখ্য ডুবোচর রয়েছে। তাই যারা এ রুটে অনিয়মিত বা নতুন, তাদের জন্য এই মৌসুমে নদীতে চলাচল খুবই ঝুকিপূর্ণ হবে।
গুরুত্বপূর্ণ এ নৌরুটটি নিরাপদ রাখতে নদীর কিছু জায়গায় ড্রেজিং করার দাবি জানান তিনি।
আতিকুর রহমান/এসআর/জেআইএম