রাজবাড়ী জেলা জজ আদালতের ৩২ মণ পুরোনো নথি বাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:১১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের ৩২ মণ ১০ কেজি ওজনের পুরাতন নথি (বিনষ্টযোগ্য) বাজারে বিক্রি করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী বাজারের মেসার্স নাহিয়ান আয়রন স্টোরের মালিক উজ্জ্বল খানের কাছে এসব নথি বিক্রি করা হয়।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের ফরমস অ্যান্ড স্টেশনারি বিভাগের ইনচার্জ ও সহকারী জজ মিলন আলী সই করা বিক্রয় প্রত্যয়নপত্রে এতথ্য জানা গেছে।

আরও পড়ুন: দেশের প্রথম তৃতীয় লিঙ্গের ছাত্রনেতা রাজবাড়ীর শিশির

পুরোনো এসব নথির প্রতি মণ কাগজের মূল্য ৭৫০ টাকা হিসেবে ৩২ মণ ১০ কেজির বিক্রয় মূল্য ধরা হয়েছে ২৪ হাজার ২০০ টাকা। মূল্যপ্রাপ্তি সাপেক্ষে দুপুরে এসব নথি জনৈক ডাবলু শেখকে বুঝিয়ে দেওয়া হয়।

রাজবাড়ী জেলা জজ আদালতের ৩২ মণ পুরোনো নথি বাজারে বিক্রি

বিধি মোতাবেক এসব পুরোনো নথি বিক্রি করা হয়েছে বলে জানান আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মতিন।

আরও পড়ুন: হেঁটে ৬৪ দিনে ৬৪ জেলা ভ্রমণ করলেন রাজবাড়ীর ইউসুফ

এ বিষয়ে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ বলেন, আমার জানামতে আদালতের নথি ধ্বংস করার নিয়ম। তবে বিক্রির বিষয়টি আমার জানা নেই।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।