দিনাজপুরে ডিসির স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাম এবং জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে সংবাদপত্রে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি প্রকাশের পর এ তথ্য জানা যায়।

তিনি তার নিজস্ব ফেসবুক পেজেও ‘সতর্কীকরণ বার্তা’ শিরোনামে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

এর আগে গত রোববার দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পদে ৫০ জন নিয়োগের একটি কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একটি জাতীয় ও একটি স্থানীয় পত্রিকায় ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিশাল আকারে প্রকাশিত হয়।

jagonews24

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার ১৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখের ০৫.৫৫.২৭০০.০১৫.০৬.০১৬.১৯-২৬ স্মারকমূলে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫/০১/২০২৩ তারিখে দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক খবর একদিন পত্রিকায় অজ্ঞাত প্রতারক চক্র জেলা প্রশাসকের কার্যালয়, দিনাজপুর এবং জেলা প্রশাসক, দিনাজপুর এর নাম ও স্ক্যানকৃত স্বাক্ষর ব্যবহার করে কর্মচারী নিয়োগ সংক্রান্ত মিথ্যা ও বানোয়াট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রতারক চক্র তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য প্রকাশ করেছে যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের প্রতারণার ফাঁদে না জড়ানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো। এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

গণবিজ্ঞপ্তির নিচে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর স্বাক্ষর করা আছে। এই গণবিজ্ঞপ্তি প্রকাশের পর শহরময় তোলপাড় শুরু হয়। কে বা কোন প্রতারক চক্র এমন বিজ্ঞপ্তি প্রকাশের সাহস দেখালো এ কথা এখন সবার মুখে মুখে। কারা এমনটা করতে পারে তা নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতারক চক্র যারা জড়িত তাদেরকে চিহ্নিত করছে পুলিশ। এই ঘটনায় যাতে করে কেউ বিভ্রান্ত না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।