মেয়েকে ধর্ষণ মামলায় কারাগারে বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) রাতে বজরা ইউনিয়নের রাজারামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে আবুল কাশেমকে কারাগারে পাঠানের নির্দেশ দেন জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর বিচারক তৌহিদুল ইসলাম।

আরও পড়ুন: বিয়ের জন্য ডেকে নিয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

গ্রেফতার আবুল কাশেম চাটখিল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত মজিবুল হকের ছেলে।

আদালতের পরিদর্শক মো. শাহ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর মা দীর্ঘদিন প্রবাসে থাকায় তার বাবা আবুল কাশেম ও ছোট ভাই মিলে ভাড়া বাসায় থাকেন। রোববার রাতে তার বাবা তাকে ধর্ষণ করেন। পরে কিশোরীর চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আবুল কাশেমকে আটক করে থানায় সোপর্দ করেন।

আরও পড়ুন: পড়ানোর কথা বলে ধর্ষণ, প্রতিবেশীর যাবজ্জীবন

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় কিশোরী বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় আবুল কাশেমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।