পুলিশ দেখে পালাতে গিয়ে প্রাণ গেলো যুবলীগকর্মীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশ দেখে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে কিরণ হাজারী (২৭) নামের এক যুবলীগকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-নোয়াখালী সড়কের মজুমদারহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিরণ হাজারী চৌমুহনী পৌরসভার গণিপুর গ্রামের মো. আলমগীরের ছেলে।

স্থানীয়রা জানান, এক বন্ধুসহ কিরণ হাজারী মোটরসাইকেল নিয়ে চৌমুহনী থেকে মজুমদারহাটে যাচ্ছিলেন। পথে একদল পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন। এসময় গাছের গুঁড়িতে ধাক্কা লেগে আহত হন।

আরও পড়ুন: শেখ হাসিনা আছেন বলেই আওয়ামী লীগ আজও ক্ষমতায়: আইভী

কিরণকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে ঢাকায় পাঠানো হয়। রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে ঘটনাটি আমাদের জানা নেই। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তারা বিস্তারিত বলতে পারবেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন: টিউবওয়েলে অনবরত উঠছে পানি, জ্বলছে আগুন

তিনি বলেন, এখানে পুলিশের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি। তবে উল্টো দিক দিয়ে যাওয়ার কারণে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে রাতেই ওই যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি।

পুলিশ দেখে পালানোর কারণ প্রসঙ্গে ওসি বলেন, হয়তো তার গাড়ির কাগজপত্র ছিল না।

চৌমুহনী পৌরসভার গণিপুর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত রহিম জাগো নিউজকে বলেন, ‘নিহত কিরণ হাজারী আমার ভাতিজা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আজ বেলা ১১টায় জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।