নোয়াখালীতে গাছচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে গাছের নিচে চাপা পরে নাজমুল হাসান রেদোয়ান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে চাপারশিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রেদোয়ান ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামেশ্বপুর গ্রামের দানেশ মুন্সি বাড়ির ইয়াকুব আলী দুলালের ছেলে এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
আরও পড়ুন: ফেনীতে সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে রেদোয়ান খেলাধুলা করতে বাড়ির পাশে স্কুল মাঠে যাচ্ছিল। ওই সময় প্রতিবেশী চাচা নূরনবী বড় একটি করই গাছ কাটছিলেন। অসাবধানতা বশত গাছটি উপড়ে গিয়ে রেদোয়ানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দিয়ে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস