ডিউটিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেলো নিরাপত্তাকর্মীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তালতলায় রজনীগন্ধা নামের একটি বাসের চাপায় আফজাল হোসেন (৬৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন ওই এলাকার রাইয়ান অটোর নিরাপত্তাকর্মী ছিলেন।

পাংশা হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান জানান, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী লোকাল বাস রজনীগন্ধার চাপায় তালতলা এলাকায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সাইকেল চালিয়ে ডিউটির জন্য শোরুমে যাচ্ছিলেন। ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে পালিয়েছেন চালক ও সহকারী।

রুবেলুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।