বিশ্বনাথ শহর পরিষ্কার করলেন শতাধিক শিক্ষার্থী
সিলেটে ‘ক্লিন বিশ্বনাথ, সেইফ বিশ্বনাথ’ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার কয়েকশ’ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। এসময় তারা বাসিয়া নদীর উৎসমুখ খনন ও নগীর দুই তীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করেন।
বক্তারা বলেন, মানুষের লোভের কারণে বিশ্বনাথ বাজার এলাকায় বাসিয়া নদী দখল হয়ে যাচ্ছে। নদীর ওপর তৈরি হয়েছে দোকানপাট। শতাধিক দোকানের ময়লা-আবর্জনা ফেলে বাসিয়ার তলদেশ ভরাট করা হচ্ছে। এমন অপকর্মের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: স্লোগান দিয়ে খাল পরিষ্কার করলেন শহরবাসী
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে কর্মসূচি শুরু হয়।
বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ ছামির মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, বিশ্বনাথকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নাগরিক দায়িত্ব। এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সবাইকে আন্তরিক হতে হবে।
ছামির মাহমুদ/আরএইচ/জিকেএস