সরকার উন্নয়নের নামে বুলি উড়াচ্ছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার উন্নয়নের নামে বুলি উড়াচ্ছে। ইসির বাড়িতে সিসি ক্যামেরা লাগলেও ভোট হবে মানুষ বিশ্বাস করবে না। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বগুড়া জেলা বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: মন্ত্রীদের বক্তব্যের উত্তর দেওয়ার সময় নেই: আমীর খসরু 

আমীর খসরু মাহমুদ বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ফ্রন্টলাইনে থেকেছেন। সংকটময় সময়ে তিনি দেশের দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নিয়ে তিনি দেশের ব্যাপক উন্নয়ন করেছেন।

আরও পড়ুন: বিদ্যুতের দাম বাড়ানোয় দ্রব্যমূল্য আরও বাড়বে: আমীর খসরু 

তিনি বলেন, আওয়ামী লীগের লুটপাটে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। এখনও ঠিক একই অবস্থা। সে সময়ে দেশে ভোটাধিকার, জীবনের নিরাপত্তা, বাক স্বাধীনতা ও অর্থনৈতিক নিরাপত্তা ছিল না। মেগা প্রকল্পের নামে লুটপাট করা হয়েছে। রিজার্ভ লুটে খেয়েছে এ সরকার।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর হাসনাত আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, ড্যাব বগুড়ার সভাপতি ডা. শাহ শাহজাহান আলী, জিয়া পরিষদের সভাপতি ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন, অ্যাডভোকেট মাহবুবর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।