বগুড়া-৬ উপ-নির্বাচন

নৌকা প্রতীকের সমর্থককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০১ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

বগুড়া-৬ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়ার ৭টার দিকে উপশহর বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের নাম আরিফ মণ্ডল (২৩)। তিনি বগুড়ার পৌরসভার এক নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি বগুড়ার সুলতানগঞ্জ পাড়ার জহুরুল মণ্ডলের ছেলে।

আরও পড়ুন: বগুড়া-৬ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে সিরাজ 

স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপশহর বাজার এলাকায় জেলা পরিষদের সদস্য সার্জিল আহমেদ টিপুসহ নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় একই বাজারে স্বতন্ত্রপ্রার্থী ট্রাক প্রতীকের আব্দুল মান্নান আকন্দ তিনটি মিনিট্রাকে করে দুই শতাধিক সমর্থক নিয়ে পথসভা শুরু করেন। একই সময়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপস্থিতির কারণে বাকবিতণ্ডা হয়। পরে বাজারের পলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে কয়েকজন স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: বগুড়ায় উপ-নির্বাচন : অনিয়ম প্রতিরোধে তদন্ত কমিটি 

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুজন মিঞা জানান, দুই প্রার্থীর সমর্থদের মধ্যে হট্টগোলের কথা জেনেছি। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।