নরসিংদীতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার
নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ মো. মান্নান (৫৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মান্নান উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামের চরবাঘবের এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।
শুক্রবার সকালে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার মান্নান আন্তঃজেলার ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এরমধ্যে বেলাব থানার ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যদের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে বেলাব থানার এসআই নুরুল ইসলামের নেতৃত্বে বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যর ভিত্তিতে তার বাড়ি থেকে একনলা বন্ধুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এঘটনায় বেলাব থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সজ্ঞিত সাহা/জেএস/এমএস