বগুড়া-৬

স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:২৮ এএম, ২১ জানুয়ারি ২০২৩
আব্দুল মান্নান আকন্দ

বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এক স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাত পৌনে ৮টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা শহরের টিনপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন৷

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ বগুড়া-৬ (সদর) আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। শুক্রবার নিজ বাড়িতে ডিজিটাল ডিসপ্লেতে ব্যানার বানিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন তিনি। যা সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি বহির্ভূত। অভিযানকালে আব্দুল মান্নান বাড়িতে না থাকায় তার স্ত্রী মনোয়ারা বেগম জরিমানার টাকা পরিশোধ করেন।

এ বিষয়ে কথা বলতে আব্দুল মান্নান আকন্দের মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা করা হয়েছে। ভোটের আগ পর্যন্ত প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।