ধর্ষণে সন্তান প্রসব, সাজার ৫ বছর পর আসামি গ্রেফতার
ধর্ষণ মামলায় সাজার পাঁচ বছর পর সোহেল মিয়া (৪০) নামের পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সোহেল কুলিয়ারচর উপজেলার কিলবন্দ গ্রামের আইনব আলীর ছেলে।
আরও পড়ুন: উপহারের ঘর ৭০ হাজারে বিক্রি, একজনকে কারাদণ্ড
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে কুলিয়ারচর উপজেলার এক নারীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল ওই নারীর সঙ্গে শারীরিক মেলামেশা করেন। বিয়ে না করে পালিয়ে যান সোহেল। এর মধ্যে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং একটি সন্তানের জন্ম দেন। ওই বছরের ১৫ মার্চ ওই নারী থানায় ধর্ষণ মামলা করেন।
১০ বছর পর ২০১৮ সালে আসামির অনুপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আরও পড়ুন: হত্যা মামলায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর যাবজ্জীবন
কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। তিনি ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি।
এসজে/এএসএম