দিনাজপুরে জামায়াতের ৩১ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৩

নাশকতার পরিকল্পনার অভিযোগে দিনাজপুরে জামায়াতে ইসলামীর ৩১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের বহন করা একটি মিনিবাসও জব্দ করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জামায়াত আমির শফিকের ছেলে ডা. রাফাত গ্রেফতার

দিনাজপুরে জামায়াতের ৩১ নেতাকর্মী গ্রেফতার

ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে দিনাজপুর জেলা জামায়াতের নেতাকর্মীরা শহরে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। এজন্য তারা বিভিন্ন জায়গা থেকে শহরে প্রবেশ করেছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঝটিকা অভিযান চালায়। এসময় শহরের বিভিন্ন স্থান থেকে ৩১ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমির গ্রেফতার: সিটিটিসি

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য এসব নেতাকর্মী বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরে প্রবেশ করে।

এমদাদুল হক মিলন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।