আন্তর্জাতিক কাস্টমস দিবস

হিলিতে ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের মাঝে মিষ্টি বিতরণ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি
প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩

ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের মাঝে মিষ্টি বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সীমান্তের জিরো পয়েন্টে ভারতের কাস্টমস কর্মকর্তা এজাজ আহম্মেদের হাতে মিষ্টি উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভেচ্ছা জানান হিলি কাস্টমসের সুপারিন্টেনডেন্ট আব্দুল মজিদ।

পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় উভয় দেশের কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবস উপলক্ষে হিলি কাস্টমসের উপ-কমিশনার বায়জিদ হোসেনের সভাপতিত্বে পানামা হিলি পোর্টের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ।

এছাড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া, পানামা হিলি পোর্টের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার শ্যানাল, ব্যবসায়ী আব্দুল আজিজ সরদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।