মঙ্গল শোভাযাত্রায় শেষ হলো সরস্বতী পূজা

মাদারীপুরে সরস্বতীর মূর্তি নিয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে বিশাল মঙ্গল শোভাযাত্রা করেন হিন্দুধর্মবলীরা।
শনিবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে এ মঙ্গল শোভাযাত্রা বের করেন তারা। এ আয়োজন দেখতে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের দুই পাশে জড়ো হয় সব ধর্মের মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে পিকআপে করে সরস্বতী মূর্তি ও আধুনিক শব্দযন্ত্র নিয়ে মধ্যরাত পর্যন্ত ভক্তরা মঙ্গল শোভাযাত্রায় নাচ ও গান করেন। শহর প্রদক্ষিণ শেষে সবাই একত্রিত হয় পুরানবাজার এলাকায়। পরে সেখানে মাদারীপুর প্রশাসন, পৌরসভা, ব্যবসায়িক সমিতি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অংশ নেওয়া সবাইকে পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে ত্রিপিটক শোভাযাত্রা
বৃহস্পতিবার সকালে শহরের শতাধিক মণ্ডপে শুরু হয় এ বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা। যা শেষ হয় শনিবার মধ্য রাতে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে।
মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণতোষ মণ্ডল বলেন, করোনা ভাইরাসের জন্য গত দুই বছর পূজা ছোট পরিসরে অনুষ্ঠিত হয়েছে। তবে এবার দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মানুষ মাদারীপুরে এই পূজা উপভোগ করেছেন।
আরও পড়ুন: ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনো ছিন্ন হবে না’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পূজা উপলক্ষে মাদারীপুর থানা পুলিশ, জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করেছে। যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/এমএস