কক্সবাজারে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ছোট ভাই মোহাম্মদ হোসেন (৫২) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি কক্সবাজার সদর হাসপাতালে মারা যান।

এর আগে সন্ধ্যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ হোসেন ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড় ভাই ইউনুসের সঙ্গে হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এলাকার লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মো. হোসেনের ওপর হামলে পড়ে বড় ভাই ইউনুসের লোকজন।

আরও পড়ুন: নরসিংদীতে যুবককে পিটিয়ে হত্যা 

নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, জমি বিরোধ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। এতে কোনো সমাধান না পেয়ে থানায় অভিযোগ করলে ইউনুস ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে মো. হোসেন মারাত্মকভাবে আহত হন। পরে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রেজাউল করিম রেজু জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। ওই ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হোসেন নিহত হন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।