ঘন কুয়াশায় বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১১ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়েছে তিনটি ফেরি। এছাড়া দৌলতদিয়া ঘাট এলাকায় কিছু যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে।
আরও পড়ুন: ৯ ঘণ্টা পর স্বাভাবিক দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল -
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, সন্ধ্যা থেকে কুয়াশা পড়তে থাকে। রাত সোয়া ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় পথ হারিয়ে মাঝ নদীতে বনলতা, হাসনাহেনা ও রজনীগন্ধা নামে তিনটি ফেরি আটকা পড়ে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
রুবেলুর রহমান/জেএস/জিকেএস