খাওয়া অবস্থায় দুলাভাইকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গৌরীপুরে শ্যালকের দায়ের কোপে আব্দুস সাত্তার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে শ্যালক আলামিন মিয়া (৩৫) পলাতক।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আতকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সাত্তার ওই এলাকার মৃত সামির উদ্দিনের ছেলে। শ্যালক আলামিন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলামিন একজন মানসিক রোগী। আট বছর ধরে তিনি শিকলবন্দি অবস্থায় ছিলেন। চিকিৎসার জন্য পাঁচ মাস আগে তার বাঁধন খুলে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে আব্দুস সাত্তার ভাত খাচ্ছিলেন। এসময় অতর্কিতভাবে শ্যালক আলামিন পেছন থেকে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি মাহমুদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্ত আলামিন মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস