রাজশাহীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যায় মামলা, গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

রাজশাহীতে টাকা চুরির সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় নিহত শ্রমিক রাকিবুলের স্ত্রী সোমা খাতুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে দুই শ্রমিককে উদ্ধারের সময় কারখানা মালিকের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর শ্বশুর মাসুম রেজা, শ্যালক মহিউদ্দিন রিয়াল ও ম্যানেজার এমরান হোসেনকে আটক করে পুলিশ। মামলার পর তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নগরীর সপুরা বিসিক শিল্প এলাকায় মর্ডান ফুড ফ্যাক্টরিতে রাজমিস্ত্রি হিসেবে রেজাউল করিম ও রাকিবুল ইসলাম কর্মরত ছিলেন। বাড়ির মালিক আবদুল্লাহর ঘর থেকে ১০ লাখ টাকা চুরির সন্দেহে বৃহস্পতিবার রাতে ওই দুই নির্মাণ শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতেই বাড়ির মালিক আব্দুল্লাহসহ চারজনকে আটক করে করে।

নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রেজাউলের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার সুখনিয়া গ্রামে। আর রাকিবুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে।

সাখাওয়াত হোসেন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।