ওসমানীতে বিমান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় চাকা ফেটে গিয়ে রানওয়েতে আটকাপড়ার তিন ঘণ্টা পর বিমান চলাচল শুরু হয়েছে ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ আটকেপড়া যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেয়।

এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরে চাকা ফেটে রানওয়েতে আটকা পড়লো বিমান

তিনি বলেন, বিকেল ৩টা ৪২ মিনিটে রানওয়ে থেকে আটকাপড়া উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হয়েছে। এরপর বিকেল সোয়া ৪টায় বিমানের একটি উড়োজাহাজ আটকেপড়া ১৪৮ যাত্রী নিয়ে সিলেট ছেড়ে গেছে। বর্তমানে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক আছে।

এরআগে দুপুর সোয়া ১টার দিকে বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি ১৪৮ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগ মুহূর্তে একটি চাকা ফেটে যায়। এরপর থেকে ওসমানী বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

ছামির মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।