কবরস্থানের জন্য মাটি খননকালে উঠে এলো ৪৬ কেজির কষ্টিপাথর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
মাটি খননের সময় উঠে এলো কষ্টি পাথর

দিনাজপুরের ঘোড়াঘাটে কবরস্থানের জন্য মাটি খননকালে ৪৬ কেজি ওজনের কষ্টিপাথর পেয়েছেন এলাকাবাসী। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া এলাকায় পাওয়া পাথরটি পুলিশে দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কুচেরপাড়া গ্রামের লোকজন একই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাছ থেকে দুই বিঘা জমি কবরস্থানের জন্য কেনেন। ওই জমির এক পাশ নিচু থাকায় শনিবার সকালে ভেকু দিয়ে মাটি খনন করা হচ্ছিল। এ সময় কষ্টিপাথরটি মাটির সঙ্গে উপরে উঠে আসে। স্থানীয়রা পাথরটি পুলিশে হস্তান্তর করে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জাগো নিউজকে বলেন,পাথরটি আসল কষ্টিপাথর কি না পরীক্ষার কাজ চলছে।

মো. মাহাবুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।