নওগাঁয় যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁর আত্রাইয়ে জহুরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জহুরুল ইসলামের বাড়ি নাটোরের সিংড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার বাঁকা গ্রামে রাস্তায় পাশে ওই যুবকের মরদেহ পড়ে ছিল। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, রাস্তার পাশে মরদেহটি পড়ে ছিল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জহুরুল ইসলামকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানান ওসি।
আব্বাস আলী/এসএস/এমএস