ঝালকাঠিতে গাঁজাসহ ৮ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:২২ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
গ্রেফতার আসামি রুস্তম খা

ঝালকাঠিতে ৮ মামলার আসামি রুস্তম খাকে (৫০) গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলার রাজাপুর উপজেলার গলুয়া দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রুস্তম খা উপজেলার পুটিয়াখালি গ্রামের মৃত. লতিফ খার ছেলে।

ঝালকাঠি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ মামলার আসামি মাদক কারবারি রুস্তম খাকে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে ডিবির এসআই সুবর্ণ চন্দ্র দে রাতেই রুস্তম খার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার পর তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরও পড়ুন: ঝালকাঠিতে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত শিশু

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ৮ মামলার আসামি রুস্তম খাকে এক কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাকে আমাদের কাছে সোপর্দ করেছে।

আতিকুর রহমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।