শীতের তীব্রতা বেড়েছে নওগাঁয়, বেকায়দায় খেটে খাওয়া মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩
প্রচণ্ড শীতেও জমিতে ঘাস পরিষ্কার করছেন কৃষক

উত্তরের জেলা নওগাঁয় মাঘ মাসের শেষ সপ্তাহে আবারো শীতের প্রকোপ শুরু হয়েছে। শহরের তুলনায় গ্রামে শীতের তীব্রতা কিছুটা বেশি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো জেলা। রোববারের তুলনায় আজ তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কমেছে। হঠাৎ তাপমাত্রার পারদ কমে যাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রোববার ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

হঠাৎ ঘনকুয়াশা এবং বাতাসে শীতের তীব্রতা বাড়ায় খেটে খাওয়া মানুষরা সমস্যায় পড়েছেন। ঘর থেকে তারা বের হতে পারছেন না। রোববার দুপুর ১২টার পর সূর্যের দেখা মিললেও তাপমাত্রা ছিল একেবারেই কম। বিকেল ৩টার কুয়াশার আড়ালে চলে যায় সূর্য। সন্ধ্যার পর থেকে হালকা বাতাসও শুরু হয়।

প্রচণ্ড শীতে বোরো জমির কাদাপানিতে নেমে ঘাস পরিষ্কার করছিলেন নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের কৃষক ফজল হোসেন।

শীতের তীব্রতা বেড়েছে নওগাঁয়, বেকায়দায় খেটে খাওয়া মানুষ

তিনি বলেন, শীতের কারণে ধানের চারা রোপণ করতে দেরি হয়েছে। হঠাৎ গত দুদিন থেকে আবারও শীত জেঁকে বসেছে। কাদাপানিতে নেমে কাজ করতে গিয়ে মনে হচ্ছে বরফের মধ্যে আছি।

বয়োজ্যেষ্ঠ কৃষক হামিদুর রহমান বলেন, বাতাসের কারণে প্রচণ্ড শীত। মাঠে নেমে কাজ করা যাচ্ছে না। দুপুরে সূর্যের দেখা মিললেও ত্যাজ নেই। এ কারণে খুবই শীত। আমাদের মতো বয়স্ক ও শ্রমজীবী মানুষদের জন্য খুবই সমস্যা হচ্ছে।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, বাতাসের কারণে কিছুটা শীতের প্রকোপ শুরু হয়েছে। যা শৈত্যপ্রবাহের মতো বিরাজ করছে। আজ বা আগামীকালের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে।

আব্বাস আলী/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।