ফেসবুকে তরুণীর আপত্তিকর ভিডিও, যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় আবিদ হাসান আকাশ (২৮) নামে এক যুবকের তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আকাশ চাঁদপুর সদর উপজেলার মধ্যম শ্রীরামদি গ্রামের মৃত মনা হাওলাদারের ছেলে।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে ইটবোঝাই পিকআপ উল্টে চালকসহ নিহত ২
আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের ২২ বছরের এক নারীর সঙ্গে আকাশের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায়ই চাঁদপুর থেকে লক্ষ্মীপুর এসে আকাশ তার সঙ্গে দেখা করতো। বিয়ের প্রলোভনে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। তখন আকাশ তার মোবাইলফোনে ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে। পরে বিয়ে করতে বললে আকাশ টালবাহানা করে। একই বছরের ৪ জুন ওই নারী মোবাইলফোনের মাধ্যমে সৌদি প্রবাসীকে (আলাউদ্দিন রিমন) বিয়ে করেন।
কিছুদিন পরই আকাশ তাকে দেখা করতে বলে। এতে অস্বীকৃতি জানালে আকাশ ক্ষিপ্ত হয়ে মোবাইলে ধারণ করা ছবি ও ভিডিওগুলো নারীর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের ইমোতে পাঠায়। বিষয়টি নারী তার অভিভাবকদের জানায়। এর পর র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পে অভিযোগ করা হয়। একই বছর ২০ আগস্ট আকাশ ওই নারীর সঙ্গে লক্ষ্মীপুর পৌর শিশু পার্কের সামনে দেখা করতে আসে। তখন র্যাব তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
আরও পড়ুন: ৩ অভিযোগে কমলনগর ছাত্রলীগের কমিটি স্থগিত
একইদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে সদর মডেল থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে আকাশের বিরুদ্ধে মামলা করেন। ২০২১ সালের ২ মার্চ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ আদালতে আকাশের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন।
কাজল কায়েস/জেএস/জেআইএম