গৃহকর্তার বিরুদ্ধে আদালতে ধর্ষণের জবানবন্দি কিশোরীর


প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৪

বরিশালের আদালতে গৃহকর্তা ব্যাংক কর্মকর্তা কতৃক ধর্ষণ হওয়ার জবানবন্দি দিয়েছেন গৃহপরিচারিকা কিশোরী।

বৃহস্পতিবার তার জবানবন্দি গ্রহণ করেন মহানগর বিচার বিভাগীয় হাকিম নূসরাত। এর আগে বুধবার রাতে কিশোরীর মায়ের করা মামলার আসামি হিসেবে কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার পদ থেকে সম্প্রতি চাকরিচ্যূত ও নগরীর বৈদ্যপাড়া এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ।

কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি শাখাওয়াত হোসেন মামলার উদ্ধৃতি দিয়ে জানান, গত ২৫ নভেম্বর চাকরিচ্যূত ব্যাংক কর্মকর্তা ইসমাইলের স্ত্রী ঢাকা যান। বাসায় শুধুমাত্র কিশোরী ও গৃহকর্তা ছিল। এই সুযোগ পেয়ে ইসমাইল রাত ১১টার দিকে কিশোরীকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি দেয়। কিশোরী হুমকি উপেক্ষা করে ভবনের অপর দুই বাসিন্দা নারীর কাছে প্রকাশ করে। ওই নারীরা গৃহকর্তী ঢাকা থেকে ফিরে এলে তাকে জানায়। কিন্তু গৃহকর্তী বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তখন অজ্ঞাত একজন ফোন করে বিষয়টি কিশোরীর মাকে জানায়। মা এসে কিশোরীকে উদ্ধার করে মহিলা পরিষদের সহায়তায় মামলা করেছে। মামলা রুজু করে ধর্ষক গৃহকর্তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় বৃহস্পতিবার ইসমাইলকে জেলে পাঠানো হয়েছে। একই সাথে কিশোরীর জবানবন্দি আদালত গ্রহণ করেছে। পরে তাকে শারীরিক পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।