তেঁতুলিয়ার টিউলিপ বাগানে ডেনমার্কের রাষ্ট্রদূত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় তাকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় ফুল চাষিরা।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডাচ নাগরিক আর্নো হ্যামেলিয়ার্স তার সফরসঙ্গী ছিলেন। স্থানীয় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ইএসডিওর আহ্বানে তারা বাগান পরিদর্শনে যান।
বাগানে প্রবেশ করে উপভোগ করেন টিউলিপের সৌন্দর্য। বাংলাদেশের মতো দেশে নেদারল্যান্ডসের নান্দনিক টিউলিপ ফুলের চাষ হতে পারে তা দেখে তারা অভিভূত হন। এসময় তারা এ অঞ্চলে টিউলিপ চাষে সম্পৃক্ত ২০ জন কৃষাণীর সঙ্গে কথা বলেন। টিউলিপ চাষ ও আগামী পরিকল্পনা নিয়ে কথা বলেন। পরে ইএসডিও ও পিকেএসএফের উদ্যোগ, পরিশ্রম ও সাফল্যের প্রশংসা করেন রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান ও আর্নো হ্যামেলিয়ার্স।
বাগান পরিদর্শনের পর উইনি এস্ট্রাপ পিটারসান বলেন, বাংলাদেশে টিউলিপের চাষ হচ্ছে, এজন্য আমি আনন্দিত। এই ফুলগুলো শীতপ্রধান দেশে হয়ে থাকে। সেখানে বাংলাদেশে যারা এই ফুল চাষ করছেন তাদের ধন্যবাদ।
এসময় ইফাদের কনসালট্যান্ট দেওয়ান আলমগীর, পিকেএসএফের সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফের ভ্যালুচেইন স্পেশালিস্ট মো. রাফিজুল ইসলাম মণ্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বছরের মতো এবারও তেঁতুলিয়ার দর্জিপাড়ায় এক লাখ পিস টিউলিপের চারা লাগানো হয়। দুই একর জমিতে ২০ জন স্থানীয় কৃষকের লাগানো চারায় সম্প্রতি ১০ প্রজাতির বাহারি টিউলিপ ফুটেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক টিউলিপ বাগান দেখতে দর্জিপাড়ায় ভিড় করছেন।
সফিকুল আলম/এমআরআর/এএসএম