শার্শা সীমান্ত থেকে ৮ সোনার বার উদ্ধার
যশোরের শার্শা সীমান্ত থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নয়কোনা এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ১১ মাসে ২৬ কোটি টাকার সোনার বার উদ্ধার
বিজিবি সূত্র জানায়, ভারতে সোনার বার পাচার হচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযানে যায় বিজিবি। পরে উপজেলার নয়কোনা এলাকায় একটি মোটরসাইকেল আসতে দেখে থামানোর সংকেত দেওয়া হয়। মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া দেয়। পরে মোটরেসাইকেলসহ একটি স্কচ টেপ মোড়ানো প্যাকেট ফেলে চলে যান। ওই প্যাকেট তল্লাশি করে ৯৩২ গ্রাম ওজনের আটটি সোনার বারসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ২০২২ সাল হতে এ পর্যন্ত খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ আসামিসহ ৭৬ কেজি ৫৯ গ্রাম সোনার বার জব্দ করা হয়েছে।
মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম