ফেনীতে ছিনতাইকালে রোহিঙ্গা যুবক আটক
ফেনীর ছাগলনাইয়ায় ছিনতাইকালে আব্দুর রহিম (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আব্দুর রহিম মায়ানমারের আশুরর্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া কুতুবপালং ক্যাম্প থেকে পালিয়ে ছাগলনাইয়ায় আসেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় জানান, আটক রোহিঙ্গা যুবক আব্দুর রহিম উখিয়া ক্যাম্পে পাঠানো হবে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম