ফেনীতে ছাত্রলীগের হামলায় শ্রদ্ধা জানাতে পারেনি বিএনপি
ফেনীতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার পথে ছাত্রলীগের হামলায় বিএনপির ১২ কর্মী আহত হয়েছেন। এসময় পুষ্পস্তবক কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে সোনাগাজী উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বলেন, রাত সাড়ে ১১টার দিকে পৌর শহর থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা শহীদ বেদিতে ফুল দিতে রওনা হন। পৌর এলাকার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মিরাজ ও ছাত্রলীগ নেতা মো. মিঠুর নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী হঠাৎ লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এসময় তাদের পিটুনিতে বিএনপির ১২ কর্মী আহত হন। ছাত্রলীগের ছেলেরা তাদের হাত থেকে পুষ্পস্তবক কেড়ে নিয়ে ভেঙে রাস্তায় ফেলে দেন।
আহত ব্যক্তিদের মধ্যে বিএনপির অঙ্গসংগঠন জিয়া মঞ্চের কর্মী সুজন, কামরুল হোসেন, আহসান উল্যাহ, মিস্টার, গিয়াস উদ্দিন, সাকিল, রিপন ও বাবুলের নাম জানা গেছে। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
মঞ্জুর হোসেন আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার সময় ঘটনাস্থল থেকে মাত্র ২০ গজ দূরে পুলিশের গাড়ি ছিল। এসময় তাদের নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে।
এ বিষয়ে সোনাগাজী পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ফুল দিতে যাওয়ার পথে কারা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে, তা আমি জানি না। তবে খোঁজখবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখবো।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা খালেদ হোসেন দাইয়ান বলেন, শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি হয়ে যান। এসময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দুই পক্ষকে সরিয়ে দেয়।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম